ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক খুন

মানিকগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হালিম মিয়া (৪০) নামে এক কৃষক খুন হয়েছেন।

বুধবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্ড গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হালিম ওই এলাকার মৃত আনছের আলীর ছেলে।

পয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সকালে ভাতরন্ড গ্রামে বিরোধপূর্ণ জমির সেচ পানি দেওয়ার ড্রেন কাটাকে কেন্দ্র করে চার থেকে পাঁচজন কৃষক হালিমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা হালিমকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, কৃষক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।