ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ভোলায় ১২ জেলের কারাদণ্ড

ভোলা: ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৪ আক্টোবর) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কবির, রিয়াজ, শাহ আলম, রুহুল আমিন, আলামিন, মনির, সাকিল, জামাল, নাইম, জাফর, কালাম ও রুহুল আমিন।

তাদের বাড়ি সদরের বিভিন্ন গ্রামে।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারে সে লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ড। এ সময় ওই নদীর হাজিরহাট ও ভেদুরিয়া পয়েন্ট থেকে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় তিন হাজার মিটার কারেন্ট জাল।
 
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়া জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলেও জানান তিনি।

গত ৭ অক্টোবর (রোববার) থেকে ২৮ অক্টোবর (রোববার) পর্যন্ত ইলিশ ধরা, জাল ফেলা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।