ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চেকপোস্টে তরুণীকে হেনস্তা, এএসআই ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
চেকপোস্টে তরুণীকে হেনস্তা, এএসআই ক্লোজড হেনস্তার শিকার হওয়া ওই তরুণী

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকায় মধ্যরাতে চেকপোস্টে এক তরুণীকে হেনস্তার অভিযোগে রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবালকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। একইসঙ্গে শনাক্ত করা হয়েছে ঘটনার সময় উপস্থিত আরো চার পুলিশ কনস্টেবলকে।

তদন্তসাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, চেকপোস্টের টিম লিডার এএসআই ইকবালকে ক্লোজড করা হয়েছে। এছাড়া শনাক্ত করা হয়েছে ঘটনার সময় উপস্থিত আরো চার কনস্টেবলকে। ডিএমপির খিলগাঁও জোনের সহকারী কমিশনারকে (এসি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২২ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় তল্লাশির নামে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হেনস্তা করেন কয়েকজন পুলিশ সদস্য। তরুণীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।