ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিউল হোসেন জাকির (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জাকির জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পঁচাবহালা গ্রামের হেলালউদ্দীনের ছেলে। তিনি বিসিক শিল্প নগরীতে ‘ফেম অ্যাপারেলসে’ সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তার নিয়মিত দায়িত্ব মেশিন চালু করতে গেলে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, সকাল ৮টায় প্রতিদিনের মত মেশিন চালু করতে গেলে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে জাকির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর কারখানার শ্রমিকেরা ছুটি চাইলে মালিকপক্ষ দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে শ্রমিকেরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং কারখানার কিছু অংশে ভাঙচুর করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, শ্রমিকের মৃত্যুর পর তারা ছুটি চাইলে মালিকপক্ষ ছুটি দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর‌্যয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।