ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে মার্কেটের বাথরুম থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
না'গঞ্জে মার্কেটের বাথরুম থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ‘শরীফ সুপার’ মার্কেটের বাথরুম থেকে রবি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিলো।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কামাল হোসেন বাংলানিউজকে জানান, মার্কেটের দোকানিদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বাথরুমের দরজা ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসহ মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।