ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
মেহেরপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার হত্যা মামলার আসামি গ্রেফতার। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের যুবক রানা হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) ভোরে নতুন দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম কলাইডাঙ্গা গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে।

 

বারাদী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাবলু মিয়া বাংলানিউজকে জানান, গ্রেফতারের পর দুপুরে ইব্রাহিমকে আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে কলাইডাঙ্গা বেলে পাড়ার ভ্যান চালক হিছাব উদ্দীনের ছেলে কৃষক রানাকে একই গ্রামের মামুন চৌধুরীর আম বাগানে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রানার বাবা হিছাব উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় রানার মা শাহানুর খাতুন, ইব্রাহিম ওরফে ইক্রা, সহযোগী হেলাল ও সোহাগকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই বারাদী ক্যাম্প পুলিশ শাহানুর খাতুনকে গ্রেফতার করে থানায় নেন। পরের দিন শাহানুর খাতুনকে আদালতে নিলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।