ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।  

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে লুৎফা ফার্মেসিকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ কৃষি পণ্য বিক্রির অপরাধে শিউলি পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিডকে দুই হাজার এবং মর্ডান পোল্ট্রিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।


 
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ সদস্যরা।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।