ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ সদর থানার ওসিকে ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
নওগাঁ সদর থানার ওসিকে ছুরিকাঘাত

নওগাঁ: নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করেছেন মাহতাব-ই-রাজু নামে এক ব্যক্তি। 

বুধবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। রাজু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানা গেছে।

তিনি বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে দাবি পরিবারের।  

নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই জানান, রাজু সকাল ৯টার দিকে নিজেদের বাড়িতে ভাঙচুর করেন এবং আত্মহত্যা করার কথা বলে ঘরের ঢুকে দরজা বন্ধ করে দেন। এতে আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন থানায় ফোন করেন। ফোন পেয়ে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। প্রথমে তিনি রাজুকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় রাজু দরজার আড়ালে লুকিয়ে থেকে ওসি আনোয়ারের বুকে ছুরিকাঘাত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাজু টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।