ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক চন্দ্র রায় (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের নির্মল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে কৃষক নির্মল ও তার ছেলে মানিককে নিয়ে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে তামাকের বীজতলায় পানি দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি তাদের জানা না থাকায় মানিক পাম্পের সংযোগ তারের ত্রুটি মনে করে সেটি পরীক্ষা করতে থাকে। এরমধ্যে হঠাৎ বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মানিক।

রামনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাটি থানায় জানানো হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।