ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসহ ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
মাদকসহ ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আটক আটক ওহেদুল ইসলাম। ছবি-বাংলানিউজ

নওগাঁ: ফেনসিডিল ও ইয়াবাসহ নওগাঁর ধামইরহাট পৌরসভার কাউন্সিলর মো. ওহেদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। আটক ওহেদুল পৌরসভার উওর চকযদু মাস্টার পাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।  

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওহেদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।