ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সই জালিয়াতির ঘটনায় বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
সই জালিয়াতির ঘটনায় বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী আটক বেনাপোল চেকপোস্ট। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): সিল ও সই জালিয়াতি করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় মোহাম্মদ পরাণ (২৮) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই যাত্রী পরিবহনযোগে ভারতের উদ্দেশ্যে বেনাপোল নামেন।

সেখানে জালিয়াতি চক্রের মাধ্যমে তার পাসপোর্টে জাল সিল ও সই করে ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে যায়। এসময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তারা পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় বাংলাদেশ পুলিশের সিল ও সই জাল করা হয়েছে। পরে তাকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুশিল।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসেন বাংলানিউজকে জানান, আটক যাত্রীর বিরুদ্ধে সিল ও সই জালিয়াতির অভিযোগ এনে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এজেডেইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।