ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার জগল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নার্গিস পারভিন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের আজমপুর গ্রামে ফিরোজ হোসের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নার্গিস ওই গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী।

নিহতের ছোট ভাই পারভেন হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে বৈদ্যুতিক হিটারে পানি গরম করতে যান নার্গিস। এসময় বৈদ্যুতিক সুইচ থেকে বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এইআই) প্রণব বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।