ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ইউপিডিএফ’র কালেক্টর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বাঘাইছড়িতে ইউপিডিএফ’র কালেক্টর আটক বিক্রমাদীপ্ত চাকমা ওরফে কালাবো চাকমা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর বিক্রমাদীপ্ত চাকমা ওরফে কালাবো চাকমা (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালাবো ওই এলাকার সুনীল কুমার চাকমার ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ মূল দলের হয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ডাঙ্গাছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ’র কালেক্টর কালাবোকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একাধিক মামলা রয়েছে।  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক কালাবো একাধিক চাঁদাবাজির মামলার আসামি।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।