ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ সদস্য সাইমুম সমর্থকদের মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
সংসদ সদস্য সাইমুম সমর্থকদের মিষ্টি বিতরণ সাইমুম সরওয়ার কমল সমর্থকদের মিষ্টি বিতরণ

কক্সবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে আবারও মনোনয়ন দেয়া হতে পারে, এমন খবরে মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থকরা।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রামুর চৌমুহনী স্টেশনে মিষ্টি বিতরণ পরবর্তী বিকালে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে।

মিছিল শেষে রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুযা।

বক্তব্য দেন তপন মল্লিক, আনসারুল হক ভুট্টো, আবু বক্কর ছিদ্দিক, আজিজুল হক আজিজ প্রমুখ।

কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার বলেন, এ এলাকাটি একসময় আওয়ামীলীগ বিদ্বেষী হিসেবে পরিচিত ছিলো। এখন সেই চিত্র পাল্টে গেছে। এখানকার মানুষ নৌকার জয় চায়।

সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু বলেন, সংসদ সদস্য কমল আবারও মনোনয়ন পাবেন-এই আশায় তার নির্বাচনী এলাকার সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করছেন।

কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব বলেন, এ আসনটি জেলাবাসীর জন্য মর্যাদার। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।