ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এবার আসলাম পেলেন জেলা প্রশাসকের অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এবার আসলাম পেলেন জেলা প্রশাসকের অনুদান আসলামের হাতে অনুদানের টাকা তুলে দিন জেলা প্রশাসককামরুন নাহার সিদ্দিকা

সিরাজগঞ্জ: দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ২৩তম স্থান অর্জনকারী ‘দারিদ্র্য’ মেধাবী শিক্ষার্থী আসলাম শেখের হাতে এবার অনুদানের টাকা তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকা।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে তাকে ডেকে নিয়ে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।

জেলা প্রশাসক বাংলানিউজকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের তুলে ধরতে হবে।

অর্থাভাবে কোনো মেধাবী ছাত্রের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে সংবাদ প্রকাশ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহকারী ম্যানেজার সাফিউল হাসান প্রমুখ।

সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ‘দারিদ্র্য’ আব্দুস ছালাম শেখের ছেলে আসলাম শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ‘সি’ ইউনিটে মেধাতালিকায় স্থান পান। কিন্তু অর্থাভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না।  

এ বিষয়ে রোববার (১৮ নভেম্বর) বাংলানিউজে 'মেধাতালিকায় ২৩তম আসলামকে থামিয়ে দিতে চায় দারিদ্র্য' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে এলে গাইবান্ধার অসহায় মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শেখ মামুন-উর-রশিদ জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং এ ব্যাপারে সহযোগীতার অনুরোধ করেন।  

এর আগে ১৯ নভেম্বর (সোমবার) সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও আসলামকে নিজ কার্যালয়ে ডেকে অনুদানের নগদ টাকা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।