ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বুধবার সবার জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বুধবার সবার জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর লোগো

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২১ নভেম্বর) নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল এবং চাঁদপুর।

মঙ্গলবার (২০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয় জানানো হয়।

 
 
আইএসপিআর বলছে, ঢাকার সদর ঘাট এলাকায় বানৌজা যমুনা, চট্টগ্রামের নেভাল জেটি, নিউমুরিংয়ের বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাটের বানৌজা পদ্মা, মংলার দিগরাজ নেভাল বার্থ/মংলা বন্দরের বানৌজা গোমতি, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটের বানৌজা কর্ণফুলী, চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটের বানৌজা অতন্দ্র খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।