ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত নিহত ট্রলি সিস্ত্রি নিসান

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় নিসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই নিলয় (১২) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারো মাইল মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিসান ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার মৃত মতি আলীর ছেলে।


 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম বাংলানিউজকে বলেন, ভেড়ামারা বারো মাইল এলাকার ইঞ্জিনচালিত ট্রলির মিস্ত্রি নিসান ট্রলি মেরামত করার পর এটি পরীক্ষা করতে ট্রলিটি চালান। এসময় মতিয়া ফিলিং স্টেশনের কাছে গেলে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিসান মারা যান। এ ঘটনায় ট্রলিতে থাকা তার হেলপার (সহকারী) আপন ছোট ভাই নিলয় গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহত নিলয়কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

তবে চালককে আটক করা না গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।