ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী’র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
চাটখিলে ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী’র

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাটখিল-মাইজদী প্রধান সড়কের পৌরসভার মার্কাস মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-চাটখিল বাজারের ব্যবসায়ী ও পৌরসভার সুন্দরপুর গ্রামের সিরাজ উল্লাহ জসিম (৪৫) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩২)।

স্থানীয়রা জানান, রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে চাটখিল বাজারে যাচ্ছিলেন জসিম ও তার স্ত্রী। এ সময় তাদের সিএনজি অটোরিকশাটি পৌরসভার মার্কাস মসজিদ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম ও তার স্ত্রীর মৃত্যু ও আহত হয় অটোরিকশাচালক আহত হয়।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল বড়ুয়া নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।