ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক ইয়াবাসহ আটক দুই মাদকবিক্রেতা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বগুলাগাড়ি ও বাড়াইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দরবস্ত ইউনিয়নের চাকলা গ্রামের মৃত নাদের মন্ডলের ছেলে মোখলেস (৪২), গুমানিগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ফজলু মিয়া (৩৭)।

গো‌বিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক মাদকবিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় দু’টি নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।