ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম কুষ্টিয়া শহরতলীর পূর্ব মজমপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

 

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে মাসুম মেহেরপুরের দিকে যাচ্ছিলেন।  

মিরপুর ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যান।

মরদেহ বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।