ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে চোরাই ২৮ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
রংপুরে চোরাই ২৮ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৩ সভায় বক্তব্য রাখছেন আরপিএমপি কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের মর্ডান মোড় ব্রিজ সংলগ্ন মেট্রোপলিটন তাজহাট থানার পাশের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চোরাই ইজিবাইকের ২৮টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। চুরির এ ঘটনায় ব্যবহৃত ট্রাক জব্দসহ জড়িত চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২৫ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আরপিএমপি কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ।  

তিনি বলেন, গত ১৭ নভেম্বর ভোর রাতে রংপুর মহানগরের তাজহাট থানা সংলগ্ন ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাবিক্রেতা শাহীন আক্তার ও মনিরুজ্জামান মিঠুর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চোর চক্র একটি ট্রাকে করে দু’টি দোকান থেকে ২৮টি ব্যাটারি নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী শাহীন সেদিনই অজ্ঞাতপরিচয় সাত/আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।  

কমিশনার বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর চুরির ঘটনার রহস্য উদঘাটনে আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে মামলার তদন্তকারী তাজহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) তাজমিলুর রহমানসহ অন্য পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি তদন্ত সহায়ক দল ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সিসিটিভির ফুটেজ সহায়তায় চোরাই কাজে ব্যবহৃত ট্রাক জব্দসহ চোরাই ২৮টি ব্যাটারি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।  

এসময় চোর চক্রের সদস্য ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আফছার আলী (৪৫), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাসুদ রানা (৩৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জাকির হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় গ্রেফতার তিনজন সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি সংঘবন্ধভাবে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করেছে। বর্তমানে ব্যাটারি চুরির ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ।

সংবাদ সম্মেলনে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স) আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামীমা পারভীন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) এ কে এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।