ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি সিগারেটে সয়লাব রাজশাহী, প্রতিকার চেয়ে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
বিদেশি সিগারেটে সয়লাব রাজশাহী, প্রতিকার চেয়ে মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: অবৈধ বিদেশি সিগারেটে সয়লাব হয়ে গেছে বিভাগীয় শহর রাজশাহী। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বেশকয়েকটি বেসরকারি সংস্থা।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে মহানগরীর সাহেব বাজারে তামাকবিরোধী জোট রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো), ইনসাফ মহিলা উন্নয়ন সংস্থা, নারী হস্তশিল্প প্রতিষ্ঠান, হস্তশিল্প মহিলা সংস্থা এবং এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আসছে।

এসব সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রির ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।

অপরদিকে যুব ও দরিদ্র শ্রেণির জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

নারী হস্ত শিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের সভানেত্রী আঞ্জুমান আরা লিপি’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম।  

এছাড়া রুডো’র সাধারণ সম্পাদক সোহাগ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন মিন্টু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, প্রগতিশীল নাগরিক সংহতির সদস্য সচিব কলামিস্ট শাহ্ মো. জিয়াউদ্দিন, দৈনিক আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক শেখ জিয়াউল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।