ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় হানাদারমুক্ত দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ডিসেম্বর ৮, ২০১৮
কুমিল্লায় হানাদারমুক্ত দিবস পালন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লায় হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ, শহীদ জেলা প্রশাসক এ কে এম শামসুল হক খানের ম্যুরাল, শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদের ম্যুরাল ও চেতনায় ৭১ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-সচিব মো. আজিজুর রহমান, সম্প্রতি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত শাখাওয়াত হোসেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন সিদ্দিকী, কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন, কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা ও কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ