ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মারা গেছে নড়াইলের সেই শিশুটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মারা গেছে নড়াইলের সেই শিশুটি ফেলে যাওয়া শিশুটি-ছবি-বাংলানিউজ

নড়াইল: নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধুখোলার গ্রামের একটি বাগান থেকে উদ্ধার করা সেই শিশুটি মারা গেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চন্ডিবরপুর ইউনিয়নের সদস্য মোস্তফা কামাল।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল থেকে শিশুটিকে খুলনায় নিয়ে যাচ্ছিলাম। পথেই তার মৃত্যু হয়।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।  

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আরিফ বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রসবের পর শিশুটি বিনা পরিচর্যায় ছিল। হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা বেশ খারাপ ছিল।  

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এক পুরুষ ও এক নারী মোটরসাইকেলে করে এসে নড়াইল সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধুখোলার গ্রামের একটি বাগানে শিশুটিকে ফেলে পালিয়ে যায়। শিশুটির কান্না শুনে উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।