ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট-১ আসনে ফের জয়ী নৌকার মোতাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
লালমনিরহাট-১ আসনে ফের জয়ী নৌকার মোতাহার  মোতাহার হোসেন

লালমনিরহাট: লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে ২ লাখ ৬৪ হাজার ১১২ ভোট পেয়ে চতুর্থবারের মত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থী মোতাহার হোসেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ব্যারিস্টার হাসান রাজিব প্রধান (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ০৩ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে সহকারী রির্টানিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ আসনে ১৩২টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১১২ জন। যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৮ হাজার ৯৪৮ জন ও নারী ভোটার এক লাখ ৫৯ হাজার ১৬৪ জন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।