ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সামছুজ্জামান রিকু (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলাল মুন্দিয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকু হোসেন কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের রকি আহমেদ ও পারভেজ হোসেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, কালীগঞ্জ শহর থেকে সামছুজ্জামান রিকুসহ তিনজন মোটরসাইকেলে করে বারবাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুলাল মুন্দিয়া ইটভাটা এলাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিকু।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।