ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
কক্সবাজারে মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী কাটা পাহাড় এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৯ জানুয়ারি) সকালে পুলিশ ওই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে। জাহাঙ্গীর কক্সবাজার পৌরসভার রুমালিযারছড়া এলাকার ফরিদুল আলমের ছেলে।

পুলিশ বলছে, বুধবার সকালে উত্তরণ আবাসিক এলাকা সংলগ্ন কাটা পাহাড় এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীর চিহ্নিত ইয়াবা বিক্রেতা। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদকসহ ১৬টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে- ইয়াবা বিক্রেতাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।