ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে লিফট ছিঁড়ে দুই শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
সিলেটে লিফট ছিঁড়ে দুই শ্রমিক আহত ফাইল ছবি

সিলেট: সিলেটে নির্মাণাধীন ভবনের লিফটের তার ছিঁড়ে রশিদ মিয়া (২৫) ও আলী আসকর (২২) নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরের সোবাহানিঘাটে নির্মাণাধীন পুপুলার সেন্টার অ্যান্ড হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সহকর্মী প্রত্যক্ষদর্শী মিলন মিয়া জানান, ভবনের ৫ম তলায় লিফটে কাজ করছিলেন লিফট মিস্ত্রি রশিদ ও আসকর।

এমন সময় লিফটের রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চিকিৎসদেরর বরাত দিয়ে হাসপাতাল সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ জানান, আহতদের মধ্যে রশিদের মাথায় আঘাত লেগেছে, তার অবস্থা গুরুতর।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।