ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিরোধী দল নেতা এরশাদ, প্রজ্ঞাপন জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বিরোধী দল নেতা এরশাদ, প্রজ্ঞাপন জারি

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে দলের কো চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। 

বুধবার (০৯ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  
 
এর আগে গত ৫ জানুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে বিরোধী দলনেতা ও ছোটভাই জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা ঘোষণা করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন।

 

এর চারদিন পরই প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।  

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট।  

আর মহাজোটের অংশীজন জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। তবে পরবর্তীতে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখার ঘোষণা দেয় এরশাদের নেতৃত্বাধীন দলটি।  

আর বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি আসন।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসএম/এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।