ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলপুরে সেই জঙ্গলেই মেছো বাঘ অবমুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ফুলপুরে সেই জঙ্গলেই মেছো বাঘ অবমুক্ত উদ্ধার হওয়া মেছো বাঘ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরের সাহাপুর গ্রামের সেই জঙ্গলেই মেছো বাঘটিকে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন দু’টি মেছো বাঘের কথা গণমাধ্যমকে জানালো উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ময়মনসিংহ বন বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে আদতে মেছো বাঘ ছিলো একটি।  

উদ্ধার অভিযানে ময়মনসিংহ বন বিভাগের ৭ সদস্যের একটি টিম অংশ নেয়।

 

বুধবার (০৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই জঙ্গলের গর্তে লুকিয়ে থাকা একটি মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান।  
তিনি জানান, ওই জঙ্গলটি মেছো বাঘের বসবাসের জন্য আদর্শ আবাসস্থল। সেখানে আরো মেছো বাঘের বিচরণ রয়েছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দু’টি বাঘের কথা বললেও গর্তের ভেতর একটি বাঘ পাওয়া যায় এবং বাঘটিকে সেই জঙ্গলেই তার উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।

এর আগে স্থানীয়রা জানায়, বুধবার সকালে উপজেলার সাহাপুর গ্রামের একটি জঙ্গল থেকে দু’টি বাঘ বের হয়ে আসে। পরে বাঘ দু’টি কয়েকটি কুকুরকে আক্রমণ করে। তখন কুকুরের শব্দ শুনে সেখানকার লোকজন বের হয়ে বাঘ দু’টিকে ধাওয়া দেয়।  

বাঘ দু’টিও ধাওয়া খেয়ে জঙ্গলের দক্ষিণ পাশে একটি গাছের উপর উঠে যায়। খানিক সময় পর সেখান থেকে জঙ্গলের ভেতর গর্তে ঢুকে নিজেদের আড়াল করে। বিষয়টি জানাজানি হওয়ার পর ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী ও ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান।

এবং স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাঘ আবার দেখা গেলে প্রশাসনকে জানানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।