বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দির রামপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট বিরাজমান।
গোমতী ও মেঘনাসেতুর দুইলেনের নির্মাণ কাজের জন্য, এছাড়া সম্প্রতি মালবাহী যানবাহন বেড়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লা- দাউদকান্দির টোলপ্লাজা থেকে রামপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট রয়েছে। ফলে যাত্রীরা অসহনীয় দুর্ভোগে পড়েছে। শাহ ইমরান নামে এশিয়া পরিবহনের একযাত্রী বাংলানিউজকে জানান, বুধবার দুপুর ১টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠেছি। ঢাকা পৌঁছাতে ১২ ঘণ্টা সময় লেগেছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এএটি