ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে পৃথক অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ফেনীতে পৃথক অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ আটক ৪

ফেনী: ফেনীর মহিপালে পৃথক অভিযানে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব-৭) সদস্যরা।

আটককৃতরা হলেন- রায়হান উদ্দিন (২২), রুবেল হোসেন (১৯), হাসান (২৬) এবং রাসেল (২২)।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করা। এসময় একটি পিকআপ ও কাভার্ডভ্যান তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় গাড়ি দু’টিকেও জব্দ করা হয়।

র‍্যাব ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।