ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশ্বাসে সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
আশ্বাসে সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে বিক্ষুব্ধ শ্রমিকরা-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পঞ্চমদিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গত চারদিনের মতো বৃহস্পতিবারও (১০ জানুয়ারি) মালিকপক্ষের আশ্বাসে কিছু এলাকার অবস্থান তুলে নিয়েছেন তারা।

সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

**পঞ্চমদিনেও শ্রমিক বিক্ষোভ অব্যাহত

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স জানান, গত কয়েকদিনের মতো আজও সকাল থেকেই কালশীর মূল সড়কে ২২তলা গার্মেন্টস, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। পরে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সরে যান।

তিনি বলেন, শ্রমিকদের প্রাপ্য আদায়ে পুলিশ বার বারই সহযোগিতার কথা বলে এসেছে। জনভোগান্তি সৃষ্টি না করে সুষ্ঠুভাবে দাবি আদায়ে  আজও তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।