ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে সুষমা স্বরাজের অভিনন্দন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পররাষ্ট্রমন্ত্রীকে সুষমা স্বরাজের অভিনন্দন  ড. আদর্শ সোয়াইকা অভিনন্দনবার্তা তুলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর হাতে

ঢাকা: নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 

বৃহস্পতিবার (১০) জানুয়ারি ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সুষমা স্বরাজের অভিনন্দনবার্তা পৌঁছে দেন।

 

পররাষ্ট্রমন্ত্রীকে সুষমা স্বরাজের বার্তা পৌঁছে দেওয়ার পর ড. আদর্শ সোয়াইকা উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার খুব শিগগিরই যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।