ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাফিক আইন ভঙ্গে ৭ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
বরিশালে ট্রাফিক আইন ভঙ্গে ৭ জনকে জরিমানা ট্রাফিক আইন ভঙ্গ করে যানবাহন চালনা করায় সাতজনকে জরিমানা। ছবি: বাংলানিউজ

বরিশাল: সড়কে কাগজপত্রবিহীন অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান চালিয়ে সাতজনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল শহরের সিএন্ডবি রোডে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত করা হয়।

অভিযানে বিভিন্ন যানবাহনের যাবতীয় কাগজপত্রাদি যাচাই-বাছাই করা হয়।

এসময় কিছু যানবাহনের কাগজে অসঙ্গতি থাকায় সাতটি মামলায় সাতজনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় বিআরটিএ অফিসের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।