ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মায়া (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের পাশের কুমার নদীতে গোসল করতে নেমে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মায়া কমলাপুর গ্রামের ভ্যান চালক শামীমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়া তার দাদীর সঙ্গে গোসল শেষে পাড়ে উঠার পরে হাত থেকে ব্রাশ পড়ে যায়। এ সময় মায়া ব্রাশ তুলতে গেলে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা খোজা-খুঁজি করে মায়ার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।