ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ১১ লক্ষাধিক টাকার ওষুধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
মাধবপুরে ১১ লক্ষাধিক টাকার ওষুধ জব্দ জব্দকৃত ওষুধ। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে অবৈধ পথে আমদানি করা ১১ লক্ষাধিক টাকা মূল্যের ওষুধের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মেহের বাড়ি এলাকা থেকে ওষুধগুলো জব্দ করে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির জোয়ানরা।

ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া বাংলানিউজকে জানান, রাত ৯টায় গোপন সূত্রে খবর পেয়ে হাবিলদার সাইদুর রহমানসহ জোয়ানরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ৩টি ব্যাগে রাখা বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। তবে অভিযানকালে পালিয়ে যায় চোরাকারবারীরা। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৯ হাজার টাকা।  

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।