ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ৫ মাদকবিক্রেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
কামারখন্দে ৫ মাদকবিক্রেতার আত্মসমর্পণ মাদকবিক্রেতাদের আত্মসমর্পণ। ছবি: বালানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পাঁচ মাদকবিক্রেতা আত্মসমর্পণ করেছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের কাছে তারা আত্মসমর্পণ করেন। 

আত্মসমর্পণকারী মাদকবিক্রেতারা হলেন- উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।  

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, আগামী ৩১ মার্চের মধ্যে কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার কর্মসূচির অংশ হিসেবে মাদক বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে।  
 
এরই ধারাবাহিকতায় মাদকবিক্রেতারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিনদিনে মোট ১০ মাদকবিক্রেতা আত্মসমর্পণ করলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮    
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।