ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় ধর্ষণ-মাদক মামলার ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নেত্রকোণায় ধর্ষণ-মাদক মামলার ২ আসামি গ্রেফতার

নেত্রকোণা: নেত্রকোণায় অপহরণের পর ধর্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণা শহরের ইসলামপুর মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে আতিকুর রহমান জুয়েল ও সদরের মদনপুর ইউনিয়নের নরেন্দ্রনগর গ্রামের খোকা মিয়ার ছেলে মো. শাখাওয়াত হোসেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাদক মামলায় আদালত জুয়েলের বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা অনাদায় আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে জুয়েল আত্মগোপনে ছিলেন।

অপরদিকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন শাখাওয়াত। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ছাড়াও অন্যান্য অপরাধে আরো দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।