ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় এক কিশোরীর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আশুলিয়ায় এক কিশোরীর মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে শাকিলা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কাঠগড়ার সরকারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাকিলা রংপুরের কাউনিয়া উপজেলার পূর্ব নাজিরদহ গ্রামের নয়া মিয়ার মেয়ে।

 

শাকিলার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গত কয়েক মাস আগে শাকিলার তলপেটে টিউমার ধরা পরায় তার রংপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা হয়। পরে পরিবারের অভাবের কারণে শাকিলাকে তার বাবা ঢাকায় নিয়ে আসেন পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার জন্য। কিন্তু গত দুই-একদিন যাবৎ শাকিলার পেটের ব্যথা বেড়ে যায়। আর সেই ব্যথা সইতে না পেরেই সে আত্মহত্যার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।