ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ফসলি জমিতে একটি কাগজের কার্টনের ভেতর থেকে নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মান্দারীপুর এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে মান্দারীপুর এলাকায় রাস্তার পাশে কৃষি জমিতে কাজ করা অবস্থায় দুই কৃষক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান।

এরপর তারা রাস্তার অন্যপাশে গিয়ে একটি কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে৷

কমলগনঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কার্টনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো একটি নবজাতককে মৃত দেখতে পায়। তবে স্থানীয়দের ভাষ্যে পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত শিশুটি জীবিত ছিল।  

নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।