রোববার (১০ মার্চ) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল, আব্বাস, ফরিদ, আজিজল, কালাম, মাইনুদ্দিন ও মফিজুল ইসলাম।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে মেঘনার ইলিশা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নয় জেলেকে আটক করে মৎস্য বিভাগের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত সাতজনকে কারাদণ্ড ও দুইজনকে জরিমানা আদায় করে।
উল্লেখ্য, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেঘনার নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকা হিসেবে চিহ্নিত করে ০১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। এসময় মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষেধাজ্ঞা থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআরএস