রোববার (১০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকার সোহরাব আলীর ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত কাশেম পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
নিহত যু্বকের মা কমলা বেগম জানান, সন্ধ্যায় দুই যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে ওই স্থানে কাশেমকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বাংলানিউজকে বলেন, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার রহস্য ও হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমএএএম/জিপি