ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহে আবুল কাশেম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে নগরীর আকুয়া মোড়লবাড়ি এলাকার সোহরাব আলীর ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত কাশেম পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

নিহত যু্বকের মা কমলা বেগম জানান, সন্ধ্যায় দুই যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে ওই স্থানে কাশেমকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বাংলানিউজকে বলেন, নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার রহস্য ও হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।