প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে কালিগঞ্জ অভিমুখী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জ্যৈতি দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপভ্যানসহ চালক বাবুকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএ