ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক পাচ্ছেন ৪ গুণী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক পাচ্ছেন ৪ গুণী

ঢাকা: দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক পাচ্ছেন চার গুণী ব্যক্তিত্ব। তারা হলেন- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও ভাষা সৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

‘রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। সভাপতিত্ব করবেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি।

এ বিষয়ে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা জানান, মানবকল্যাণে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন যারা, তাদের প্রতি কুমুদিনীর অর্ঘ্য হলো রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।