ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
আশুগঞ্জ রেলস্টশনের মাস্টার নূরুনবী বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার সময় পথচারী এক বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।