সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছেন।
রুহুল কিশোরগঞ্জ জেলার নিখলী থানার জালালপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ফতুল্লার ঢালীপাড়া এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থেকে ধর্মগঞ্জে ইসলামিয়া এন্টারপ্রাইজের কয়লা লোড-আনলোডের কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরবি/