ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দিনমজুর নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ট্রাকচাপায় রুহুল আমিন (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। 

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে দিলেও চালক পালিয়ে গেছেন।

রুহুল কিশোরগঞ্জ জেলার নিখলী থানার জালালপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ফতুল্লার ঢালীপাড়া এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থেকে ধর্মগঞ্জে ইসলামিয়া এন্টারপ্রাইজের কয়লা লোড-আনলোডের কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।