সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভদ্রঘাট শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জেলার সলঙ্গা থানার পূর্ব মথুরাপুর গ্রামের বাসিন্দা।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল হাসান বাংলানিউজকে জানান, শিমুলতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় সিরাজগঞ্জ থেকে নলকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থেলই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মাচ ১১, ২০১৯
এসআরএস