সোমবার (১১ মার্চ) সকালে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী কম বেশি আহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম নড়াইল জেলার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস।
তিনি জানান, সুগন্ধা পরিবহন কোম্পানির যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশালে আসার পথে বাবুগঞ্জের রামপট্টিতে যাত্রী নামাচ্ছিলো। এসময় পেছন থেকে আসা অপর কাভার্ডভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে হেলপার সাইফুল ও বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। তাছাড়া আহতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুগন্ধা পরিবহন কোম্পানির ওই বাস ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর পরই দুই যানের চালকই পালিয়ে যাওয়া তাদের খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এমএস/এএটি