সাতক্ষীরা: জমি-জমা সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতাপনগর গ্রামের আহম্মদ আলী সরদার জমি-জমা বণ্টনের জন্য তার তিন ছেলে ও পাঁচ মেয়েকে নিয়ে বৈঠক করছিলেন।
এসময় জমির অংশ বেশি দাবি করায় ছোট ভাই আনোয়ারুল ইসলামের সঙ্গে বড় ভাই আমিনুর রহমানের কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে আনোয়ারুল ছুরি বের করে আমিনুরকে আঘাত করতে যায়। এসময় বড় ভাই তার ছুরি কেড়ে নিয়ে ছোট ভাইকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।